LIC Recruitment 2023
![]() |
LIC Recruitment 2023 | Jobs In West Bengal 2023 | LIC Jobs Vacancy Kolkata 2023 | Apply Online |
LIC Recruitment 2023 | Jobs In West Bengal 2023 | LIC Jobs Vacancy Kolkata 2023 | Apply Online
লাইফ ইন্সুরেন্স অফ ইন্ডিয়ার (LIC) পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষন করিয়ে চাকরি দেওয়া হচ্ছে। যার অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করেবন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। এরকম ধরনের আরও সরকারি ও বেসরকারি চাকরির প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য এই পেজটিকে ফলো করুন
নিয়োগকারী সংস্থা-
LIFE INSURANCE CORPORATION OF INDIA
RECRUITMENT OF APPRENTICE DEVELOPMENT OFFICERS
গুরুত্বপূর্ণ তারিখ-
আবেদন শুরুর তারিখ- ২১ জানুয়ারি ২০২৩,
লাস্ট ডেট- ১০ ফেব্রুয়ারি ২০২৩,
Download of Call letter for On-Line Examination (Tentative) 4th March 2023
Date of Online Examination-Preliminary 12th March 2023
Date of Online Examination-Main 8th April 2023
Jobs In West Bengal 2023
পদের বিবরন-
পদের নাম- এপ্রেন্টিস ডেভলপমেন্ট অফিসার/Apprentice Development Officer,
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাশ থাকলে আবেদন করতে পারবেন।
ভ্যাকান্সি- সারা ভারত জুড়ে মোট ৯০৪৫টি এবং পশ্চিমবঙ্গের ১০৪৯টি শূন্যপদ রয়েছে।
বয়স-
০১/০১/২০২৩ তারিখ হিসেবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। জন্মতারিখ হতে হবে ০২/০১/১৯৯৩ তারিখ থেকে ০১/০১/২০০২ তারিখের আগে।
বয়সের ছাড়- SC/ST- কাস্টের প্রার্থীরা ০৫বছর এবং OBC প্রার্থীরা ০৩বছরের বয়সের উরধসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি-
SC/ST Candidates- Rs.100/-
Other Candidates- Rs.750/-
LIC Jobs Vacancy Kolkata 2023
সিলেকশন প্রসেস-
প্রিলিমিনারি এক্সাম,
মেইন এক্সাম,
ইন্টারভিউ ।
পরিক্ষার তারিখ-
১২ মার্চ, ২০২৩ তারিখে Preliminary Exam এবং ৮ এপ্রিল, ২০২৩ তারিখে Mains Exam অনুষ্ঠিত হবে।
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজ ফোটো ও সই আপলোড করতে হবে।
OFFICIAL NOTICE - CLICK HERE
OFFICIAL WEBSITE - CLICK HERE
APPLY ONLINE - CLICK HERE
0 মন্তব্যসমূহ
If you have any doubts please let me know.