Header Ads Widget

বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2023? একনজরে দেখে নিন । Top Government Job Vacancies in January 2023

 বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2023? একনজরে দেখে নিন । Top  Government Job Vacancies in January 2023

বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2023? একনজরে দেখে নিন । Top  Government Job Vacancies in January 2023
বর্তমানে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2023? একনজরে দেখে নিন । Top  Government Job Vacancies in January 2023

 

 

বর্তমানে যে সমস্ত সরকারি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন এক নজরে। যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্টে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি ।চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে।


১) কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সে নিয়োগ চলছে।
পদের নাম- এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (স্টেনো), হেড কনস্টেবল(মিনিস্ট্রিয়াল),
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশে করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- ২৫শে জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২৬/০১/১৯৯৮ তারিখ থেকে ২৫/০১/২০০৫ তারিখের আগে।
ভ্যাকান্সি- মোট শূন্যপদ ১৪৬০টি,
লাস্ট ডেট- ২৫শে জানুয়ারি ২০২৩,
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

FULL NOTICE - CLICK HERE




২) ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে ক্লার্ক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম- Sub-Overseer
শিক্ষাগত যোগ্যতা- সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা থাকা চাই।
ভ্যাকান্সি- মোট ৭৫টি শুন্যপদ রয়েছে। UR-35, SC-17, ST-04, OBC A-07, OBC B-05 ।
বয়স- ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে ।
লাস্ট ডেট- 28/01/2023 ।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Apply Now: Click Here



৩) পশ্চিমবংগে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম- প্যারা লিগাল ভলেন্টিয়ার,
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকা চাই।
বয়স- নূন্যতম ১৮ বছর বয়স হওয়া চাই।
ভ্যাকান্সি- মোট ৪৩টি শুন্যপদ রয়েছে।
লাস্ট ডেট- 21/01/2023 ।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Apply Now: Click Here




৪) মিন্সট্রি অফ ডিফেন্স থেকে গ্রুপ ডি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট মালি, সাফাইওয়ালা, মজদুর ।
শিক্ষাগত যোগ্যতা- পদ অনুযায়ী অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা লাগবে।
বয়স- ২০ই জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২১ বছর থেকে সর্বচ্চ ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
ভ্যাকান্সি- মোট ০৮টি শুন্যপদ,
লাস্ট ডেট- ২০ই জানুয়ারি ২০২৩
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র ইন্ডীয়ান পোষ্টের মাধ্যমে অফলাইনে আবেদন করতে হবে।
Apply Now: Click Here



৫) ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম- টেকনিশিয়ান (ফিল্ড/ল্যাব রিসার্চ), টেকনিশিয়ান (মেইন্টেন্স), লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, স্টেনোগ্রাফার গ্রেড ২, স্টোর কিপার, মাল্টি টাস্কিং স্টাফ/MTS ।
শিক্ষাগত যোগ্যতা- পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকা চাই।
বয়স- ১৮ থেকে ৩০ বছর ও ১৮ থেকে.২৭ বছর বয়স হতে হবে।
ভ্যাকান্সি- মোট ১১১টি,
লাস্ট ডেট- 19/01/2023 ।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Official Notice: Download



৬) রাজ্যের পলিটেকনিক কলেজে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
পদের নাম- Group D
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স– প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে।
ভ্যাকান্সি- মোট শূন্যপদ- ৬ টি।
লাস্ট ডেট-
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনের ক্ষেত্রে আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ recruitment.[email protected] মেইল করতে হবে। এবং কোন পদের জন্য আবেদন করেছেন তা উল্লেখ করতে হবে। (Application for the Post Of ____)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Chairman, Adyapeath Annada Polytechnic College, 50, DD Mondal Ghat Road, Dakshineswar, Kolkata, West Bengal- 700076,
আবেদনের শেষ তারিখ– ১৪ জানুয়ারি, ২০২৩
Official Notification: Download Now




৭) ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে একাধিক শুন্যপদে গ্রুপ ডি নিয়োগ ।
পদের নাম- Labour, Meter Reader, Pump Operator,
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ এছাড়া, মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছর ও ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
লাস্ট ডেট- ৩১ জানুয়ারি, ২০২৩
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Official Notification: Download Now




৮) কেন্দ্রীয় সরকারের বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম- Radio Mechanic, Operator Communication, Driver Mechanical Transport (OG), Vehicle Mechanic , MSW Driller, Mason, Painter, Mess Waiter
মোট শূন্যপদ- ৫৬৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর ২৫/ ২৭ বছরের মধ্যে হতে হবে।ভ্যাকান্সি-
লাস্ট ডেট- বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Official Notification: Download Now



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ